ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি (MICS) সফলভাবে সম্পন্ন
৯ অক্টোবর ২০২০, শুক্রবার রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল
কার্ডিয়াক হাসপাতাল) বেসরকারী হাসপাতালের মধ্যে প্রথমবারের মত সফল ভাবে মিনিমালি ইনভেসিভ
কার্ডিয়াক সার্জারীর মাধ্যমে অঝউ নামক হৃদরোগের চিকিৎসা সফলভাবে সম্পন্নহয়েছে। জাতীয় হৃদরোগ
ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল হক সিয়াম ও তার দক্ষ টিমের সমন্বয়ে বেসরকারী হাসপাতালে এধরণের অপারেশন বাংলাদেশে এই প্রথম। ১৬ বছর বয়সী কুষ্টিয়ার শিপ্রা পাল
নামের এক কিশোরী রোগীকে এ সার্জারি করা হয়। বর্তমানে রোগী সুস্থ আছে এবং বাড়ি যাচ্ছে।
এ উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজের লেকচার গ্যালারী ১ এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তী জানান- “ ‘মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক
সার্জারি’র ক্ষে ত্রে ওপেন হার্ট সার্জারির বিকল্প হিসেবে একটি ছোট ছিদ্র করে অপারেশন করা হয়। এতে
বুকের হাঁড় কাটতে হয় না। চিকিৎসকরা পাঁজরের মাঝখানে ছিদ্র করে কাজ করেন। এতে রোগী দ্রæত
সেরে ওঠে।” উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা. নাসিরউদ্দীন আহমেদ, চিফ কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. খন্দকার কামরুল ইসলাম, হাসপাতালের সহকারী পরিচালক ডা. কাজী রফিকুল আলম, ডা. রোমেনা রহমান রুমু, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট
ম্যানেজার একেএম সাহেদ হোসেন, বিভিন্নগণমাধ্যম কর্মী ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জরুরী প্রয়োজনে যোগাযোগ
ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন বিভাগ
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল
ফোনঃ ০১৮৪১৪৯০০৪১, ০১৮৪১৪৯০০১২